নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ও র্ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড় দিন উদযাপিত হয়েছে।সোমবার উপজেলার জামনগরের রাঙ্গামাটি, খাটখইর, ডুমরাই এবং পাঁচুড়িয়া গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। সেখানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এতে খ্রীষ্টান পল্লীর সকল বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করে। এছাড়াও এসব পল্লীর বাড়িতে বাড়িতে তৈরি করা হয়েছে পিঠা-পুলি, পায়েশসহ নানা ধরনের খাবার। বড় দিন উদযাপন উপলক্ষে পাঁচুড়িয়া ধেরনিক গীর্জায় শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মযাজক জন বিশরার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান। সভা শেষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মাঝে কম্বল বিতরন করা হয়। এছাড়া সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে বড় দিন উদযাপনের লক্ষ্যে উপজেলার ৫টি গীর্জা চত্ত্বরে পুলিশ মোতায়েন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০