বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাউয়েট (বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি) এর ৫ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট হলে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম শহীদউল্লাহ, পিএসসি এর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
সিন্ডিকেট সভায় ৪র্থ সিন্ডিকেট সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, ৬ষ্ঠ-৮ম একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী, ৯ম-১১তম অর্থ কমিটির কার্য বিবরণী এবং ৫ম-৬ষ্ঠ শৃংখলা কমিটির কার্য বিবরণী আলোচনা ও অনুমোদন করা হয়। এছাড়া নিয়ম মাফিক নিয়োগ, আবাসন নীতিমালাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য- রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলার ও রসায়ন বিভাগের প্রফেসর ড. চৌধুরী মো: জাকারিয়া, বোর্ড অবট্রাস্ট্রিজ মনোনীত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো: আশরাফুল ইসলাম, পিএসসি, কর্ণেল ইফতেখারুল হক, পিএসসি, কর্ণেল রেজাউলকরিম, পিএসসি, ট্রেজারার এবং বিশ^বিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত সদস্যবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০