বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে পিটিয়ে আহত করলেন চা দোকানি সাকিল আহম্মেদ (১৬) কে। সাকিল উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলি ভাটপাড়া গ্রামের হাসানুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সন্ধায় কলাবাড়িয়া ভাটপাড়া আফসার নগর বাজারে ঘটে এমন ঘটোনা। এব্যাপারে সাকিলের বাবা বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
দায়েরকৃত অভিযোগ ও স্থানিয় সূত্রে জানা যায়, উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলি ভাটপাড়া আফসার নগর বাজারে চা দোকানের পাশাপাশি রমজান উপলক্ষে ইফতারির দোকান বসান হাসানুর রহমান ওতার ছেলে সাকিল আহম্মেদ। ওই দিন
বৃহস্পতিবার একই এলাকার তাহের উদ্দিনের ছেলে পাশ্ববর্তি ঔষধের দোকানদার আমিরুল ইফতার কেনেন সাকিলের দোকান থেকে। ইফতার শেষে সাকিল পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে আমিরুল লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে সাকিল গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা সাকিলকে বাগাতিপাড়া হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধিন আছে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০