বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের ৫ দিন পর মানষিক প্রতিবন্ধী নাজমুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ইউএনও পার্ক এলাকার রেল ব্রীজের নিচে বড়াল নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নাজমুল ইসলাম উপজেলার ঠেঙ্গামারা মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মানষিক প্রতিবন্ধী যুবক নাজমুল ইসলাম প্রায় ৫ দিন থেকে নিখোঁজ ছিল। বুধবার সকালে যুবকটির নিজ বাড়ি থেকে ৩ কিলোমিটার দুরে উপজেলার ইউএনও পার্ক এলাকার রেল ব্রীজের নিচে বড়াল নদীতে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে । পরে খবর পেয়ে নাজমুলের পিতা বেলাল হোসেন তার সন্তানের মরদেহ দেখে সনাক্ত করে। তবে পুলিশের প্রাথমীক ধারনা রাতের কোন এক সময় রেল ব্রীজ থেকে পড়ে যুবকটির মৃত্যু ঘটতে পারে ।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০