বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণের ঢেউ টিন ও চেক বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসব বিতরন করা হয়। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে ১৭ জন দুঃস্থ ও অসহায়দের হাতে ১৭ বান টিন ও প্রত্যেকে তিনহাজার টাকার চেক তুলে দেন। এছাড়াও প্রধান মন্ত্রীর ত্রান তহবিল হতে ৭ জন অসুস্থ ব্যক্তিকে দুই লক্ষ ৭০ হাজার টাকার চেকও তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে সেখানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ রাজ্জাক, সদর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, জামনগর ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুস প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০