বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় প্রখ্যাত লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্থানীয় বকুল স্মৃতি থিয়েটার । বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় উপজেলার বিহারকোল বাজারে এ কর্মসূচী পালন করা হয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মশাল হাতে বিক্ষোভ মিছিলটি বিহারকোল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে ওই বাজার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মোহম্মদ মাহবুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাইলকোনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল হোসেন ইতি, বকুল স্মৃতি থিয়েটারের উপদেষ্টা সুকুমার মূখাজি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হাসান সৈকত প্রমুখ।এছাড়া সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, ছাত্রসহ সকল শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০