বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার রেলওয়ে বড়াল ব্রিজের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তিতুমির এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরাদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ।
জানা যায় সকাল আটটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সৈয়দপুর গামী তিতুমির এক্সপ্রেস অতিক্রম করার সময় রেলওয়ে বড়াল ব্রিজের বিশ গজ উত্তরে ইউএনও পার্ক এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। ওই যুবকের গায়ের রং কালো পরনে জিন্স প্যান্ট ও গায়ে টি-সার্ট পরা ছিল। তার মাতায় পিঠে ও পায়ে ক্ষত চিহ্ন দেখা যায়।
এব্যাপারে সান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আকবর হোসেন জানান খবর পেয়ে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে অজ্ঞাত মৃত ব্যাক্তি মানসিক রোগী ছিল বলে প্রাথমিক ভাবে তিনি জানতে পরেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০