বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মালঞ্চি বাজারে দলের অস্থায়ি কার্যালয় চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডভোকেট সোহেল রানার সঞ্চালনায় ও উপজেলা জাতীয় পার্টির
সভাপতি শমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান সেন্টু । বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ছানা, পৌর জাতীয় পার্টির সভাপতি জান মোহাম্মদ জানু, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ। সম্মেললে পুনরায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি শমসের আলী এবং সাধারন সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম ছানা নির্বাচিত হন।
এছাড়া একই অনুষ্ঠানে বাগাতিপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি হিসেবে জান মোহাম্মদ জানু এবং সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি হিসেবে মিলন সরকার ও সাধারন সম্পাদক রাহুল হোসেন, উপজেলা মহিলা জাতীয় পাটির সভাপতি রওশন আরা বেগম এবং সাধারন সম্পাদক কহিনুর বেগম, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সজিবুর রহমান সজিব, সাধারন সম্পাদক সিহাব আহম্মেদ নির্বাচিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০