বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় তিন বোতল ও চার লিটার তরল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত হলেন পাঁকা কামার পাড়া গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী আসমা বেগম (৩০)।
থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পাঁকা কামার পাড়া গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ । সেখানে আসমা বেগমকে পুলিশ আটক করলেও মুক্তার হোসেন পালিয়ে যায়। তবে সেখান থেকে তিন বোতল ও চার লিটার তরল ফেন্সিডিল জব্দ করে পুলিশ।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার চৌধুরী বলেন আটককৃত আসমা বেগম ও তার স্বামী মুক্তার হোসেন কে পালাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদকের মামলা করা হয়েছে। আটককৃতকে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০