বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফারুখ হোসেন ওরফে বাসু ফারখ(৪৩) নামের এক ব্যাক্তিকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু’র আদালত এ সাজা দেন। দন্ডিত ফারুখ হোসেন উপজেলার মাড়িয়া নিংটিপাড়া গ্রামের মৃত এহসান প্রামানিকের ছেলে।
পুলিশ ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে ফারুখ হোসেন উত্ত্যক্ত করছিল। বুধবার বিকালে ওই ছাত্রী বাগাতিপাড়া মডেল থানায় ফারুখের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী তার কলেজের যাওয়ার পথে আবারও উত্ত্যক্ত করলে পুলিশ তাকে আটক করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নাসরিন বানুর আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, ফারুখ একজন মাদক কারবারী। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের আট থেকে দশটি মাদকের মামলা রয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০