বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবাসহ মাদক সম্রাট মাসুদকে আটক করেছে মডেল থানা পুলিশ। মাসুদ (৩০) উপজেলার মাড়িয়া নিংটিপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে। রোবার (১৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা যায় একাধিক মাদক মামলার আসামী মাসুদসহ মাড়িয়া নিংটিপাড়া গ্রামের এছান প্রামানিকের ছেলে বাসু ফারুক (৩৮) এবং একই গ্রামের দুলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন(২৮) দির্ঘদিন থেকে মাদক ব্যাবসা করে আসছে। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল ইসলাম,এএসই গোলাম রব্বানি, এএসই আকতার হোসেন ও সংগিও ফোর্স মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে একশ তিন পিস ইয়াবাসহ মাসুদকে আটক করলেও সঙ্গে থাকা মাদক ব্যাবসায়ী বাসু ফারুক ও সাদ্দাম পালিয়ে যায়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন আটককৃতসহ দুজনকে পালতক দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়া আটককৃতকে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০