বাগাতিপাড়া প্রতিনিধি, নাটোরের বাগাতিপাড়া জাতীয় কৃষক সমিতি ও আখচাষী সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় হল রূমে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কৃষক সমিতি বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল চিনিকল আখচাষী সমিতির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর চিনিকল আখচাষী সমিতির সভাপতি আব্দুল করিম,জেলা জাতীয় কৃষক সমিতির সহ-সভাপতি মশিউর রহমান মানিক প্রমূখ । সভায় আগামী ৬ জানুয়ারী উপজেলার তমালতলা মোড় বাজারে দশ দফা দাবিতে পথসভা, ১৫ জানুয়ারী মালঞ্চি রেল স্ট্রেশন সংস্কার ও যাত্রীদের জন্য আন্ত নগর ট্রেন থামানোর ব্যাবস্থাসহ বড়াল নদী রক্ষার দাবিতে মানব বন্ধন এবং ৫ ফেব্রুয়ারী দশ দফা দাবিতে উপজেলায় বিক্ষোভ কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০