বাগাতিপাড়া প্রতিনিধিঃ ‘উন্নয়ন আর আইনের শাসন এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও লিগ্যাল এইড কমিটির যৌথ আয়োজনে এক র্যালী উপজেলা চত্ত্বরে শুরু হয়ে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে সংক্ষিপ্ত
এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ হামিদ মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাডভোকেট সোহেল রানা, সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর কর্মকর্তা মোশাররফ হোসেন সবুজ প্রমুখ। এতে সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাগাতিপাড়া উপজেলা শাখার কর্মীবৃন্দ, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর উপকারভোগী ও সুধীজন অংশ নেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০