বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা বাজারের এক চা দোকান থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তমালতলা বাজারে আট-দশদিন থেকে এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন লোক ঘুরাফেরা করতো। বুধবার সকালে ওই লোকটির মরদেহ একই বাজারের খন্দকার মালঞ্চি গ্রামের আস্তুলের ছেলে বাবু’র চা দোকানের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবরে দেন স্থানীয়রা।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। দোকানী বাবু ঈদেরদিন থেকে তার দোকান পার্শ্ববর্তী বড় বাঘার ঈদ মেলায় স্থানান্তর করায় ওই দোকানটি অব্যবহৃত ছিল বলে জানিয়েছে পুলিশ।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ সংক্রান্ত একটি ইউডি মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০