বাগাতিপাড়ায় মাদক সেবনরত অবস্থায় পরিদর্শক সহ তিনজন আটক - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০১৯, ১০:১২ এ.এম
বাগাতিপাড়ায় মাদক সেবনরত অবস্থায় পরিদর্শক সহ তিনজন আটক
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনরত অবস্থায় পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার পরিদর্শক আকরামুল আওয়াল সহ তিনজনকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় পাঁকা ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে বাগাতিপাড়া পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার পরিদর্শক আকরামুল আওয়াল সহ তিন জনকে আটক করা হয়।
আটককৃত আকরামুল আওয়াল বাগাতিপাড়া পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চক গোয়াস গ্রামের আব্দুল মজিদের ছেলে। অপর দুজন গালিমপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা ও নওশাদের ছেলে মশিউর। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, তাদেরকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০