নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বাড়িতে ৫৯ বস্তা চাউল মজুত করায় জুয়েল রানা নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দেবী পাল অভিযান শেষে এই দন্ডাদেশ দেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিহারকোল বাজারের চাউল ব্যাবসায়ী জুয়েল রানার বাড়ি গালিমপুর গ্রামের মসজিদ মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেখানে ব্যবসায়ির বসত বাড়িতে অভিযান চালিয়ে ৫৯ বস্তা চাউল মুজত করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দেবী পাল। অভিযানের সত্যতা নিশ্চিত করে প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, এমন অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে এবং তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদানের হুশিয়ারি দেন তিনি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০