বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজের সঞ্চালনা এক সভায় প্রেসক্লাবের ৯ সদস্য বিশিষ্ট কমিটি সর্ব সন্মতিক্রমে অনুমোদন করা হয়। এতে সহসভাপতি হিসেবে দৈনিক নতুন প্রভাতের বাগমারা প্রতিনিধি আলতাফ হোসেন ও দৈনিক সোনালী সংবাদের শামসুজ্জোহা মামুন, দৈনিক শানসাইনের স্টাফ রিপোর্টার
তাহেরপুর, রহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ আমাদের রাজশাহীর মচমইল সংবাদদাতা শামিম রেজা, দপ্তর সম্পাদক উত্তরা প্রতিদিনের আকবর আলী, সদস্য দৈনিক বার্তার আব্দুল মতিন ও দৈনিক জনতার নাজিম হাসান।
উল্লেখ্য গত ১২ মে প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতিপ্রার্থী বাগমারা দৈনিক সংগ্রামের বাগমারা সংবাদদাতা আফাজ্জল
হোসেন সভাপতি ও দৈনিক আমার দেশ ও দৈনিক সোনার দেশ পত্রিকার সাংবাদিক রাশেদুল হক ফিরোজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে গত শনিবার দিন ব্যাপি অনুষ্ঠিত সম্মেলনে বাগমারায় কর্মরত ২২জন সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ৩জন প্রার্থীর মধ্যে আফাজ্জল হোসেন ও ইউসুফ আলী সরকার সমান সংখ্যক ভোট পাওয়াতে এক
বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রথম বছর আফাজ্জল হোসেন ও পরের বছর ইউসুফ আলী সরকার দায়িত্ব পালন করবেন। ওপর দিকে সাধারণ সম্পাদক পদে শামীম রেজা মনোনয়ন পত্র প্রত্যাহার করায় সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় রাশেদুল হক ফিরোজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০