বাগমারা প্রতিনিধি:
বাগমারার আচিনঘাট বি.এম কারিগরি কলেজে সোমবার বরণ বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আচিনঘাট বিএম কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু। ২০১৯
সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। উক্ত বিদায়ী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম। বিদায়-বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০