বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলা ভুমি অফিস হয়রানির অফিসে পরিণত হয়েছে। জনবল সংকট পরিস্থিতি আরোও জটিল করে তুলেছে। বর্তমানে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) থাকলেও জনবল সংকট একই ব্যক্তির উপরে ৫ দপ্তরের দায়িত্ব থাকায় ইচ্ছে থাকলেও আগত জনসাধারণকে কাঙ্খিত সেবা দিনে পারছেন না। এক ব্যক্তির উপরে ৫ দপ্তরের দায়িত্ব থাকায় জনহয়রানি আরোও বেড়েছে। উপজেলা ভ‚মি অফিসের অফিস সহকারি একাই ৫টি দপ্তর চালিয়ে যাচ্ছেন। দপ্তরগুলো হলো: অফিস সহকারি, ভিপি, নামজারি, সার্টিফিকেট, সহকারি ও নাজিরের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। ফলে তার স্বেচ্ছাচারিতায় অতিষ্ট হয়ে পড়েছে
ভুক্তভোগীরা। এক ব্যক্তি একাধিক দায়িত্ব পালন করার ফলে তার অসদাচরণ ও ঘুষ বাণিজ্য বেড়েই চলেছে। তাই জনস্বার্থে জরুরী ভিত্তিতে উপজেলা ভ‚মি অফিসের শূণ্যপদে জনবল নিয়োগের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার ভ‚মির সাথে যোগাযোগ করা হলে তিনি জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, খুব শীঘ্রই জনবল সংকট কেটে যাবে। কেহ ঘুষ চাইলে তাৎক্ষণিকভাবে আমাকে অবহিত করতে হবে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০