বাগমারা প্রতিনিধিঃ বাগমারায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শিক্ষকদের মধ্যে উপজেলায় শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, মতিউর রহমান মতিন। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সেক্রেটারিয়েল সায়েন্সের সহকারী অধ্যাপক। গতকাল রোববার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষকের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, বিআরডিবি’র কর্মকর্তা আমতুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু,ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুনসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০