বাগমারা প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ১১ দফা দাবি বাস্তাবায়নের লক্ষ্যে বাগমারায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার সাধারণ কলেজ, কারিগরি কলেজ, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণ। আগামী ১৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশে সফল করতে বিক্ষোভ মিছিল পালন করে।
মিছিল শেষে ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে আলোচনা সভা করেন। শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ বাগমারা উপজেলা শাখার সভাপতি ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলীর পরিচালনায় বক্তব্য রাখেন বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, তাহেরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মধু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জিয়াউল আলম, সাইদুর রহমান, আসাদুল ইসলাম, প্রভাষক শাহীনুল হক, মাহফুজুর রহমান প্রিন্স, হেলাল উদ্দীন, জিল্লুর রহমান দুখু, রাশেদুল হক ফিরোজ, এসএম শহীদুল ইসলাম, নিতান্ত কুমার, ইসমত আরা পারভীন, হাবিবা ফেরদৌসী, আফরোজা হোসেন, ভটখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামবসহ অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০