বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার বড়বিহানালী গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীর শ্লীলতাহানী সর্ম্পকে প্রকাশিত মিথ্যা সংবাদের বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলনের আয়োজন করা হয়। সম্প্রতি স্থানীয় একটি দৈনিক পত্রিকায় বাগমারায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয় বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন স্কুল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাফিউল আলম ও সহকারী প্রধান শিক্ষক জোনাব আলী মন্ডল বলেন, তার
বিদ্যালয়ে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। একটি মহল বিদ্যালয়ের মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য সরবরাহের জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। প্রকাশিত সংবাদে সহকারী শিক্ষক মোস্তফা সারোয়ার মিঠুর কথা বলা হয়েছে তা ঠিক ছিলনা। ওই দিন শিক্ষক বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। এছাড়াও যে শিক্ষার্থীর শ্লীলতাহানীর কথা বলা হয়েছে সেই শিক্ষার্থীর কোন নাম বা ঠিকানা পাওয়া যায়নি। নির্যাতিত ছাত্রীর মৌখিক বা লিখিত কোনো অভিযোগও নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাফিউল আলম, সহকারী প্রধান শিক্ষক জোনাব আলী মন্ডল, সহকারী শিক্ষক মোস্তফা সারোয়ার, সাবেক ইউপি সদস্য ইয়াছিন আলীসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০