বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার মুক্তিযোদ্ধা এ্যাড. সাইদ আলী গতকাল সোমবার ভোর সাড়ে চারটার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে---- রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছেল ৬৫ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা সন্তান রেখে গেছেন। সোমবার বিকেল সাড়ে চারটার সময় রাষ্ট্রীয় মর্যাদায় সূর্যপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান,
সাবেক উপজলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার সরদার, খয়বর আলী, সুনীল চন্দ্র কুন্ডু, সাবেক পৌর কমান্ডার খালেক সাহানা, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম , যুবলীগ সম্পাদক আব্দুল জলিল, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমূখ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০