বাগমারা প্রতিনিধিঃ বাগমারায় আজ মঙ্গলবার দূর্নীতি দমন কমিশন রাজশাহীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল-১০ ঘটিকা থেকে গণশুনানী অনুষ্ঠিত হবে।
দূর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায় উপজেলা ভূমি, সাব-রেজিষ্ট্রি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, পল্লী বিদ্যুৎ সমিতি, হিসাব রক্ষণ, প্রকল্প বাস্তবায়ন, সমাজসেবা, যুব উন্নয়ন এবং প্রাথমিক ও মাধ্যমিক অফিসসহ উপজেলা প্রশাসনের অফিস হতে সেবা নিতে হয়রানির শিকার হলে বা কোন ধরনের ভোগান্তির শিকার ব্যক্তিদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হবে। সহযোগিতায় ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার, বাগমারা। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জাকিরুল ইসলাম বলেন জনগণের সুবিধার্থে ও নিরবিছিন্ন সেবা পেতে জনগণের কোন ভোগান্তি হলে আজকের এই গণশুনানীতে তারা তাদের অভিযোগ মৌখিক ও লিখিত ভাবে জানাতে পারবেন। এই গণশুনানী সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০