বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না.... রাজিউন)। শনিবার ভোর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী মহল্লায় রাষ্ট্রীয় পর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মন্ডলের জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম
সান্টু, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার সাহার আলী, রফিকুল ইসলাম, সুনীল কুন্ড, আব্দুল জব্বার, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম হেলাল, বিশিষ্ট সমাজ সেবক মোবারক হোসেন সহ আত্মীয় স্বজন ও বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মন্ডল স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০