বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা মাধ্যমিক ট্রেনিং সেন্টার হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। জ্বালানি সপ্তাহ উদযাপন উপলক্ষে জ্বালানি ও জ্বালানি সংরক্ষণ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় উপজেলা ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মাজেদুল ইসলাম প্রথম এবং ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণীর শিক্ষার্থী আশিকুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০