বাগমারা প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ভবানীগঞ্জ পৌর বিএনপি’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ টেলিফোন এক্্রচেঞ্জ মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভবানীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক আক্তারুজ্জামান বল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহামন জিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব সামসুজ্জোহা বাদশা, পৌর বিএনপি’র যুগ্ম
আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিম গদের, সদস্য সচিব মোজাম্মেল হক, বিএনপি’র সদস্য জয়নাল আবেদীন, মোস্তাফিজুর রহমান টুকু, জহুরুল ইসলাম, আকরাম হোসেন, দুলাল, মন্টু প্রাং, আলাউদ্দিন, রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা শাহীন রেজা। উল্লেখ্য ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সর্বভৌমত্ব ষড়যন্ত্র। শেষে কারান্তরীন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ঢাকা সিটির প্রয়াত মেয়র প্রবীন বিএনপি নেতা সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০