বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল সহ বাবু আলী (৩৫) নামের এক নছিমন চালককে আটক করেছে বাগমারা থানা পুলিশ। বাবুকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত বাবু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খিড়িআল শেখপাড়া গ্রামের মৃত এনামুল হকের ছেলে।
দেশে করোনা ভাইরাসের কারনে যানচলাচলে বিধিনিষেধ থাকলেও শনিবার উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামে হঠাৎ করে বহিরাগত একব্যক্তি নছিমন নিয়ে ঘুরাফেরা করছে। এতে করে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। পরে ওই নছিমন থামিয়ে তারা চালককে একাধিকবার জিজ্ঞেস করে তার বাড়ি কোথায় এখানে কি খবর। সে কোন সদুত্তর না দিয়ে টালবাহানা শুরু করে। বিষয়টা নিয়ে আরো সন্দেহ হয় তাদের। পরে নছিমন তল্লাসি করে সিটের নিচে থেকে শতাধিক বোতল ফেন্সিডিল উদ্ধার করে লোকজন। পুলিশকে খবর না দিয়ে যে যার মতো ফেন্সিডিল নিয়ে চলে যায়।
এ ঘটনায় স্থানীয়রা নছিমন সহ চালককে আটকে রেখে বাগমারা থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, তদন্ত ওসি আফজাল হোসেন, এসআই ফরিদা ইয়াসমিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রæত ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গিয়ে ৭৮ বোতল ফেন্সিডিল সহ বাবু এবং নছিমন নিয়ে থানায় যায়। স্থানীয়া জানায়, দীর্ঘদিন থেকে বাবু এই পথে ফেন্সিডিল সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় বাগমারা থানায় অফিসর ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষ চালককে জেলে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০