বাগমারা প্রতিনিধি:
জমিজমা বিরোধের জের ধরে বাগমারায় মৃত বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতরা হলেন, মৃত বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের স্ত্রী সন্ধ্যা ওরফে সঞ্জা বেওয়া (৫৬) ও তার ছেলে তসলিম উদ্দীন (১৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে।খোঁজ নিয়ে যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্য্যপাড়া মহল্লার মৃত বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের ছোট বোন সুফিয়া বেগম বিভিন্ন প্রলোভন দিয়ে কিছু জমি তার মায়ের কাছ থেকে গোপনে দলিল করে নেয়। সুফিয়া দলিল করা পর ওই জমিটুকু তার নাতী আরিফুল ইসলামকে দলিল মূলে রেজিষ্ট্রি করে দেয়। আরিফুল ইসলাম তার দলিলকৃত জমিটি মৃত মোসলেম উদ্দীনের বড় ভাই সিরাজ উদ্দীনের ছেলে আলমগীর হোসেনের
কাছে বিক্রি করে। জমিটি দখলের জন্য আলমগীর হোসেন আদালতে আশ্রয় নেয়। জমিটিতে মুক্তিযোদ্ধার বাড়ি থাকায় আদালত আলমগীর হোসেনের মামলাটি খারিজ করে দেয়। তখন থেকে আলমগীর হোসেন ও তার ভাইয়েরা জমিটি দখলের জন্য মরিয়া হয়ে উঠে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার আলমগীর হোসেন তার লোকজন নিয়ে জমিটি দখল করার জন্য চেষ্টা করে। ওই সময় মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী সঞ্জা বেওয়া বাধা দিলে আলমগীর হোসেন তার লোকজন নিয়ে সঞ্জা বেওয়ার উপর হামলা করে। ওই সময় সঞ্জা বেওয়ার ছোট ছেলে তসলিম উদ্দীন তার মাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে আলমগীর ও তার লোকজন তাকে মারপিট করে জখম করে । হৈ চৈ শুরু হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে হামলাকারীরা সরে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন আহত সঞ্জা বেওয়া জানান, হামলাকারীরা আমার
বাড়িটি দখল করার জন্য থানার একজন দারোগাকে নিয়ে আসেন। দারোগার সামনেই বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও আমাদের পিটিয়ে জখম করে। তারা সুপরিকল্পিত ভাবে পুলিশকে টাকা দিয়ে আমাদের বাড়ি দখলে নিবে বলে এলাকার লোকজন জানিয়েছেন। তবে পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে করেছে বাগমারা থানার ওসি তদন্ত মিজানুর রহমান। চিকিৎসা শেষে আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা স্ত্রী সঞ্জা বেওয়া।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, জমিজমা নিয়ে ভাগীদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০