বাগমারা প্রতিনিধিঃ বাগমারায় শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত পলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাহেরপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান চৌধুরী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাহার আলী, বিরেন্দ্র নাথ সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য আবু জাফর মাস্টার, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউপি আ’লীগ সভাপতি আলমগীর হোসেন সরকার, যোগীপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউপি আ’লীগ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক বাবু, ইউপি সদস্য আবেদ আলী, আবুল কাসেম, দুলাল খান, হাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, রফাত আলী, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ, জেবাল আহম্মেদ, জাহেদুল ইসলাম মিঠু প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই কেক কেটে জাতির জনকের জন্মদিবস পালিত হয় এবং পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০