বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় জলাতঙ্ক নির্মূলের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক টিকাদান বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ারীল কবীরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আতিকুর রহমান ও শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান। স্যানেটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশিক্ষক তাহমিদ ইসলাম ও ফিরোজ আহম্মেদ।সভায় কুকুর ও বিড়াল হতে ছড়ানো জলাতঙ্ক প্রতিকার নিয়ে
ব্যাপক আলোচনা করা হয়। বক্তার জানান, জলাতঙ্ক নিশ্চিত মৃত্যু ঘটায়। তাই সঠিক সময়ে টিকা দিয়ে জলাতঙ্ক নির্মূলের কর্মকৌশল বান্তবায়ন করতে হবে।২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ বাস্তবায়নে জলাতঙ্ক টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ বাস্তবায়নে বাগমারার ১৬ টি ইউনিয়নে আগামী ৩ ফেব্রুয়ারী হতে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এক যোগে উপজেলার সকল ইউনিয়নে জলাতঙ্ক নিরোধে গ্রামে গ্রামে কুকুরকে আধুনিক পদ্ধতিতে টিকা দেয়া হবে। এই কার্যক্রম আগামী ৩ বছর অব্যাহত থাকবে বলে জানাননো হয়। এছাড়া কুকুরে কামড় দিলে বা হাছড় দিলে ভ্যাকসিন নেয়ার জোর পরামর্শ দেয়া হয়। টিকা দেয়ার কুকুর হতে সাবধান ও রোগ ছড়ায়। এই কার্যক্রম চলাকালীন কোন এক সময়ে ঘোষণা ব্যতিত এই রোগ নির্মূল সম্ভব নয় বলে জানান আলোচকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য
পরিদর্শক নূর তাজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মজিবর রহমান, সোজাদ্দৌল্লা, জাহাঙ্গীর আলম, ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে যথাক্রমে মনিরুজ্জামান রঞ্জু, আলমগীর সরকার, বিজন সরকার, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, মকলেছুর রহমান দুলাল, মকবুল হোসেন, আব্দুল হাকিম প্রামানিক, মাহমুদুরর রহমান মিলনসহ স্থানীয়, চেয়ারম্যান, উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত সাধারণ মানুষের মাঝে জলাতঙ্কের বিষয়ে পূর্ণ ধারণা প্রদানের লক্ষ্যে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে আগামী ৩ থেকে ৭ ফেব্রুয়ারী উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভায় কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০