বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ছাত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় ৮ জনের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় হাফিজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কোনাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ১ ছাত্রী জেএসসি পরীক্ষার্থীয় অংশ গ্রহণের উদ্দেশ্যে\ কোনাবাড়ীয়া গ্রামে তার নানার বাড়িতে আসে। ২১ অক্টোবর রাত অনুমানিক ১০ টার দিকে ওই ছাত্রী নানার বাড়ির একটি ঘরে বসে পড়াশুনা করার সময় একই গ্রামে বখাটে জামাল প্রামানিক (৪২) জানালার পাশে এসে ওই ছাত্রীকে উত্যাক্ত করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে পাড়ার লোকজন ছুটে এসে বখাটে জামালকে হাতেনাথে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে ভাগনদী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পরে রহস্যজনক কারণে পুলিশ তাকে ছেড়ে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন। এদিকে এই
ঘটনার জের ধরে গত ২৬ অক্টোবর জামাল প্রমানিকের স্ত্রী শাবানা বিবি বাদী হয়ে ওই ছাত্রীর নানাসহ ৮ জনের বিরুদ্ধে বাগমারা থানায় শ্রীলনতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলায় হাফিজ উদ্দিন নামে ১জনকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মামলার আসামী হিসাবে ১জনকে আটক করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য অবশ্যই উদঘাটন করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০