নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারায় আপন চাচাতো ভাই কর্তৃক তৃতীয় শ্রেণীর ছাত্র ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক আল আমিন (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক আল আমিন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হরিফলা গ্রামের আজিজুলের ছেলে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার প্রাইমারী বিদ্যালয়ের ছাত্রী (১১) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে ওই শিশুর চাচাতো
ভাই আল আমিন তাকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে রক্তক্ষরণ শুরু হলে শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ও ধর্ষককে আটকে রেখে বাগমারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০