বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মহিলা লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী পালিত হয়েছে। ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা মহিলা লীগ।
শুক্রবার সকালে নিহত ওই সকল নেতাকর্মীদের স্মরণে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয়, দলীয় এবং শোক পতাকা উত্তোলন করেন আ’লীগ, মহিলা লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি খতেজান বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি, সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আ’লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালায় জামায়াত বিএনপির সন্ত্রাসী ক্যাডার বাহিনী। সেই ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও জীবন দিতে হয়েছিল ২৪ জন নেতাকর্মীকে। তাদের লক্ষ্য ছিলো জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুনিয়ার বুক থেকে চিরতরে শেষ করে দেয়া।
তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কারনে দেশের আপামর জনগণ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। তাঁর হাত ধরে এগিয়ে চলেছে দেশের উন্নয়ন। দেশের গরীব, দুস্থ, অসহায়, শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণে চালু করেছে বিভিন্ন প্রকার ভাতা। সর্বশেষ ২১ শে আগস্টের সেই গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, । এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও পৌর মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ এবং গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০