বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের গভীর নলকূপের দখল ও ড্রেন নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে করে যে কোন সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যান জান মোহাম্মদ গ্রাম পুলিশ দিয়ে দু’জনকে আটকের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আউচ পাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া, সারন্দি ও তেবাড়িয়া গ্রামের মাঝখানের বিলে গভীর নলকূপের দখল ও ড্রেন নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। রোববার সকালে কৃষকরা জমিতে সেচ দেয়ার জন্য ড্রেন নির্মাণ করতে গেলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দখল ও ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বির্ধো মীমাংসা করার জন্য উভয় পক্ষকে নিয়ে আপোষ নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। ড্রেন নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা চলছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান জান মোহাম্মাদের সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের ঘটনা অস্বীকার করে বলেন, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য দু’পক্ষকে নিয়ে বৈঠক করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০