বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বিভাগের বিভিন্ন কোল্ড স্টোরেজের প্রতিনিধি, আলু চাষী ও ব্যবসায়ীদের নিয়ে রবিবার উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে দিন ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এগ্রোপ্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এর সহযোগিতায় দিনব্যাপি ওই প্রশিক্ষণের আয়োজন করেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সচিব মোজাম্মেল হক চৌধুরীর পরিচালনায় প্রশিক্ষণ কার্যক্রম উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের পরিচালক আহসান উদ্দীন জিকো, এগ্রোপ্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এর প্রতিনিধি লিটন চন্দ্র রায়, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রধান হিসাবরক্ষক, অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইসলাম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব, বাগমারা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সালেহা-ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, সিনিয়র হিসাবরক্ষক সোহরাব হোসেন মাসুম, কর্মকর্তা রেজাউল করিম, আব্দুল মজিদ, আসলাম হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের ১০টি কোল্ড স্টোরেজের প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০