বাগমারা প্রতিনিধি:
বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে নেতা কর্মীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, ১৭ অক্টোবর বাগমারা উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়। আহবায়ক কমিটিতে যে সকল ব্যক্তিদের সদস্য করা হয়েছে তাদের অনেককেই উপজেলা বিএনপির সাবেক নেতারা চিনেন না। ফলে আহবায়ক কমিটি তৃণমূল নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্য হয়নি বলে তারা জানিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আহŸায়ক কমিটিতে প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের রাখার কথা থাকলেও রহস্যজনক কারণে তাদেরকে আহবায়কক কমিটিতে রাখা হয়নি। এই আহবায়ক কমিটির পরিচিতি সভা ছিল ২৪ অক্টোবর বৃহস্পতিবার। উক্ত পরিচিতি সভায় উৎসুক অনেক বিএনপি নেতারাই
উপস্থিত ছিলেন। কিন্তু আহবায়ক কমিটির সদস্যদের দেখে তারা অবাক হয়েছেন। কারণ বিএনপির ত্যাগী নেতাকর্মীদের আহবায়ক কমিটিতে না রাখায় তারা পরিচিতি সভা ত্যাগ করে চলে এসেছেন। বড়বহানলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন, যুগিপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি খোরশেদ আলম রণি, সোনাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এ্যাড. মোজাফ্ফর হোসেন, ঝিকড়া ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতা আব্দুল হামিদ মরুর ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি লূৎফর রহমানসহ অনেককেই কেন এই আহবায়ক কমিটিতে রাখা হয়নি এই নিয়ে নেতাকর্মীদের মাঝে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেক নেতা কর্মীরাই বলেছেন, ঘোষিত আহŸায়ক কমিটি দেখে আমরা হতাশ ও হতবাক হয়ে পড়েছি। এ আহবায়ক কমিটি কখনই সফলভাবে উপজেলা বিএনপির একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে পারবেনা। কারণ প্রতিটি ইউনিয়নেই এই আহবায়ক কমিটি নিয়ে ইতোমধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। যাদেরকে এ আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে তারা
বাগমারার বহিস্কৃত ও বিতর্কিত জনৈক একজন নেতার সমর্থক বলে জানা গেছে। তারা খুব দ্রত এ আহবায়ক কমিটি পুনর্গঠনের দাবী জানিয়েছেন। এ প্রসঙ্গে জেলা বিএনপির আহবায়ক সাইদ চাঁদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এব্যাপারে ঘোষিত আহŸায়ক কমিটির যুগ্ম আহবায়ক গনিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, আমি যুগ্ম আহŸায়ক হয়েছি সেটাও আমি অবগত নই, লোক মুখে শুনেছি। এই আহবায়ক কমিটিতে যে সকল ব্যক্তিদের সদস্য করা হয়েছে তাদেরও পূর্ণাঙ্গ তালিকা এখনও আমরা পাইনি। আহবায়ক কমিটি নিয়ে জেলা বিএনপির নেতারা বাগমারা নেতা বিএনপির নেতাকর্মীদের সাথে প্রতারণা ও উপহাস করেছে। সকলেই আশা করেছিল, দলের এই দুর্দিনে গ্রহণযোগ্য ও ত্যাগী ব্যক্তিদের নিয়ে একটি আহŸায়ক কমিটি গঠন করা হবে। কিন্তু জেলা কমিটি তাতে ব্যর্থ হয়েছে। তার দায়ভার তাদেরকেই নিতে হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০