বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিন ঘনিয়ে আসলেও মাঠ পর্যায়ে তেমন জমে ওঠেনি নির্বাচনী প্রচার-প্রচারণা। উপজেলা পরিষদ নির্বাচনে আর মাত্র ৭ দিন বাকি। নির্বাচনের জন্য সকল প্রস্ততি নেয়া হয়েছে। তবে উপজেলা নির্বাচনে মাঠ পর্যায়ে কোন উত্তাপ নেই। মাঠ ফাঁকায় আ’লীগ ও আ’লীগের বিদ্রোহী প্রার্থীরা মাঠ চুষে ফিরছেন। খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের ৩ প্রার্থীর গণসংযোগ করেছে। এছাড়া আ’লীগের বিদ্রোহী প্রার্থীরা গণসংযোগ করেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার আ’লীগের আওয়ামীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা আ’লীগের সহ-সভাপতি অনীল কুমার সরকার নৌকা প্রতীক নিয়ে ও আ’লীগ মনোনীত ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তালা
প্রতীকসহ মহিলা ভাইস চেয়ারম্যান আ’লীগ সমর্থিত ভবানীগঞ্জ পৌর আওয়ামী মহিলা লীগের সভাপতি মমতাজ আক্তার বেবী কলস প্রতীক নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একই সাথে গণসংযোগ করেছেন। মাড়িয়া ইউনয়িনের বিভিন্ন স্থানে তারা একই সাথে পথ সভায় করে বিকালে উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকার স্কুল মাঠে এক নির্বাচনী সভা করেন। অপর দিকে আওয়ামীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বাবুল হোসেন আনারস প্রতীক নিয়ে মাঠে চুষে ফিরছেন। একই ভবে তার স্ত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আ’লীগের উপদেষ্টা
মন্ডলীর সদস্য বর্তমান ভাইস চেয়ারম্যান নাছিমা বাবুল প্রজাপ্রতি প্রতীক নিয়ে গণসংযোগ করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের বিদ্রোহী হিসেবে আ’লীগ নেতা সাহাদত হোসেন সাগর হেলিক্যাপটার প্রতীক নিয়ে প্রার্থী হলেও দলীয় এক সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অপর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনুর খাতুন ফুটবল প্রতীক নিয়ে মাঝে মধ্যে মাঠে দেখা গেলেও এখন আর চোখে পড়ার মত না বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০