বাগমারা প্রতিনিধি: বাগমারায় উপজেলার ১০ নং মাড়িয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়নের সালেহা ইমারত ডিগ্রী কলেজ চত্বরে ইউনিয়ন আ’লীগ কর্তৃক আয়োজিত ত্রি-বাষিক সম্মেলনে উপজেলা আ’লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে মাড়িয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি চেয়ারম্যান আসলাম আলী আসকান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আহক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক
সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, আলফোর রহমান, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০