বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর যুবলীগের সহসভাপতি ও তাহেরপুর দোল মন্দির কমিটির সদস্য চঞ্চল কুমার হত্যাকান্ডের প্রতিবাদে রবিবার বেলা ১১ টার দিকে তাহেরপুর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাহেরপুর পৌর আওয়ামীলীগ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বিক্ষোভ মিছিলে তাহেরপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারন লোকজন অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি তাহেরপুর হরিতলা মোড় থেকে শুরু হয়ে বাসট্রান্ড এলাকা হয়ে হরিতলা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর মুনছুর মৃধার সভাপতিত্বে হরিতলা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন তাহেরপুর কলেজের অধ্যক্ষ তোফাজ্জল
হোসেন, তাহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তাপস কুমার, ৩ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি শিবেন্দ্রনাথ প্রাং, সম্পাদক তরুন কুমার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম, ব্যবসায়ী হারান কর্মকার, প্রশান্ত কুমার সাহা, কালিপদ সাহা প্রমূখ। অপরদিকে তাহেরপুর বাজারে চঞ্চল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করতে চাইলে প্রথমে আয়োজকরা পুলিশী বাঁধার সম্মুক্ষিন হয়। পরে শান্তিপূর্ন কর্মসূচী করতে চাইলে পুলিশ তাদের অনুমতি দেয়। ঘটনাস্থলে উপস্থিত রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব বলেন, খুনিদের অবিলম্বে গ্রেফতার করা হবে। এদিকে রবিবার বেলা একটার দিকে ময়না তদন্ত শেষে নিহত চঞ্চল কুমারের লাশ তাহেরপুর এসে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময়
নিহতের পরিবারে গিয়ে তাদের সমবেদনা জানান তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ । তিনি নিহতের পরিবারের সদস্যদের আর্থিক সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ দিকে এই হত্যাকান্ডের পর বাগমারা থানা পুলিশ হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাহেরপুর পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান বিপ্লব নামে একজনকে আটক করতে সক্ষম হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাছিম আহম্মেদ জানান, যুবলীগ নেতা হত্যাকান্ডে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলেছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০