বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের আত্রাই-রনশীবাড়ি পাকা রাস্তার ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ দিন পর রাস্তাটির পাকাকরণ কাজ শুরু হলো। মাত্র ১৮৭ মিটার মাটির রাস্তাটি বাগমারার শেষ প্রান্ত হওয়ায় অবহেলায় পড়ে ছিল।
বর্ষাকালে পাশাপাশি সামান্য বৃষ্টি হলেই কাঁদায় অনেক কষ্ট করে চলাচল করতে হতো এই পথে চলাচলকারী লোকজনকে। জনগণের কষ্ট অনুভব করে বাগমারা আসনের সংসদ সদস্য রাস্তাটি পাকা করণের উদ্যোগ নেন। তাঁরই নিদের্শনায় শনিবার রনশীবাড়ি বাজারের আত্রাই-রনশীবাড়ি সংযোগ রাস্তাটি পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়।
এ সয়ম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, আ’লীগ নেতা ডাঃ মামুনুর রশিদ বাবলু, দেলবর আলী ফৌজদার, ইয়াদ আলী ফৌজদার, শাহাদৎ হোসেন, সামসুল আলম মাস্টার, ডাঃ মকছেদ আলী, আব্দুল মান্নান শ্যামল, আয়ুব আলী, মকছেদ আলী, রাশেদ কবীর, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। ১৭৮ মিটার দৈর্ঘ্য আত্রাই-রনশীবাড়ি সংযোগ রাস্তাটি সাড়ে ১২ লাখ টাকা ব্যয়ে পাকাকরণ করা হচ্ছে। রাস্তাটির নির্মান কাজ বাস্তবায়ন করছেন এলজিইডি রাজশাহী। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স খাঁন কনস্ট্রাকশান।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০