বাগমারা প্রতিনিধি: জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপি অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগীতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর বাগমারায় অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের হলরুমে এক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, পানিয়া-নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল প্রমুখ।
উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। দুটি গ্রæপে অনলাইন ভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে (ক) গ্রুপে ১ম থেকে ৭ম এবং (খ) গ্রুপে ৮ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০