বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্র ভিত্তিক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ উপলক্ষে ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত উপজেলা ও ইউনিয়নের সদস্যদের নিয়ে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইউসুফ আলীর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়েন উদ্দীন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য আকবর আলী, লোকমান আলী, উপজেলা মহিলালীগের সভাপতি মরিয়ম বেগম, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তারুজ্জামান বুলবুল, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, আ’লীগ নেতা নওশাদ আলী, কুদ্দুস, তমিজ উদ্দীন, নাজিমুদ্দীন, আজাদুল ইসলাম, রফিকুল ইসলাম, আজিজুল, সাহাদ আলী, তৈয়বুর রহমান, মোজাহার আলী, আরমান আলী, বজলুর রহমান, সালাউদ্দীন, আওলা বক্স, শ্রীপুর ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, জেলা ছাত্রলীগ নেতা আবু সাইদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ সুলতান, ছাত্রনেতা আতাউর রহমান, আব্দুর রউফ, নাহিদ হাসান প্রমুখ। এ সময় বিভিন্ন এলাকার আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মূহুর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ইঞ্জিঃ এনামুল হক সহ দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও উপজেলা গনিপুর ইউনিয়নের ৭টি, বাসুপাড়ার ১টি, এবং হামিরকুৎসা ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০