বাগমারা প্রতিনিধি:
“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানকে সামনে রেখে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির প্রচেষ্টায় শতভাগ বিদ্যুৎ সংযোগের পথে বাগমারা। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল গ্রামের ২২৮ টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়নের বানইল উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুুষ্ঠানের আয়োজন করা হয়। গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান বুলবুলের সভাপতিত্বে উক্ত অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন জেলা আ’লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আঃ সামাদ, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আলহাজ্ব আহসান হাবিব, গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুত আলী, বাগমারা জোনাল অফিসের কো-অর্ডিনেটর আকরাম হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি কে.এম গুলবর রহমান, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম বাবু, আউচপাড়া ইউনিয়ন আ'লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মসলেম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি আল মামুন প্রামানিক, ৭নং ওর্যাড সভাপতি বকুল,সম্পাদক রহিদুল ইসলাম,
ইউনিয়ন আ’লীগ নেতা শাহরিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ,সাবেক ৬নং ওযার্ড সম্পাদক মাহাবুর রহমান আ'লীগ নেতা ও প্রধান শিক্ষক মামনুর রশিদ মামুন, মাস্টার মোস্তাক আহম্মেদ। এ সময় আলীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগমারা জোনাল অফিস সূত্রে জানাগেছে বানইল গ্রামের ২২৮ বাড়িতে ৪.৪০৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করতে ব্যয় হয়েছে ৭৯ লাখ ২৫ হাজার ৪শত টাকা।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০