বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম নিখোঁজের ঘটনায় তাকে স্ব-শরীরে অক্ষত অবস্থায় ফিরে পেতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছিল তার পরিবারের লোকজন সহ এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মধ্য রাতে ঢাকা সিরাজগঞ্জ রোডে নিখোঁজ সালামকে রাস্তায় ফেলে চলে যায় অপহরণকারীরা। বড়াইগ্রাম থানার অধীন টহল পুলিশ ঢাকা-সিরাজগঞ্জ রোডের পার্শ্বে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম থানায় নিয়ে যায়। সে সুস্থ হওয়ার পরে তার নাম ঠিকানা জানতে চাইলে তার নাম আব্দুস সালাম বাড়ী বাগমারা একথা পুলিশে জানায়। পরে বড়াইগ্রাম থানার ওসি বাগমারা থানার ্ওসি
নাছিম আহম্মেদের সাথে যোগাযোগ করে আব্দুস সালামের পরিচয় নিশ্চিত করে পরে বাগমারা থানা পুলিশ গতকাল বৈকাল ৪টার দিকে তাকে বড়াইগ্রাম থানা থেকে তার নিজ বাড়ীতে এনে পৌছে দেয়। উল্লেখ্য, আব্দুস সালাম উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালি গ্রামের মৃত আব্দুস সোবহান প্রামানিকের ছেলে। এব্যাপারে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আব্দুস সালামকে বড়াইগ্রাম থানা থেকে বাগমারায় তার নিজ বাসভবনে পৌছে দেয়া হয়েছে এবং ঘটনা তদন্ত করে দেখা হবে কে বা কারা তাকে কি কারণে অপহরণ করেছে।
খবর ২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০