বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির দুই সদস্য মুক্তিযোদ্ধা আবদুস সোবহান সরদার ও কছির উদ্দিন স্মরণে আজ মঙ্গলবার শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির উদ্যোগে দুপুরে সমিতির হলরুমে সভাপতি অহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম মীরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে মুঠোফোনে বক্তব্য দেন সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মÐল ও সাবরেজিস্ট্রার তাহাজ্জদ হোসেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন দলিল লেখক সমিতির সহসভাপতি আবুল কাশেম, সহ সম্পাদক রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, অর্থ সম্পাদক নাজমুল হক, সদস্য নইমুদ্দিন, আফজাল হোসেন, আমাজদ হোসেন, শাহিনুর রহমান, জাহাঙ্গীর আলম সাঁই প্রমুখ। শেষে মরহুম দলিল লেখকদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চলতি মাসে এই প্রবীণ দুই সদস্য ও মুক্তিযোদ্ধা মারা যান। বক্তারা বলেন, প্রবীণ দুই দলিল লেখকের মৃত্যুতে সমিতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁরা সমিতির অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তাঁদের কাছ থেকে সমিতির সদস্যরা প্রতিনিয়ত শিখেছেন।
খর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০