বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নে পাকা রাস্তা ভেঙ্গে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। ঝিকড়া বাজার থেকে রনশিবাড়ি পর্যন্ত পাকা রাস্তা বন্যার পানির স্রোতে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার ভোর রাতে রাস্তাটি ভেঙ্গে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ হামিদ ফৌজদার, ইউপি সদস্য মানিক প্রামানিক, আঃ ছাত্তার সহ অনেকেই।
চেয়ারম্যান আঃ হামিদ ফৌজদার ও ইউপি সদস্য মানিক প্রামানিক জানান, ইউনিয়নের রনশিবাড়ি, জিয়ান্দপাড়া, নারায়নবাড়ি, নামকান ও রায়সেনপাড়ার শত শত বাড়ি সহ আরো বেশ কিছু গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। বেশ কয়েকটি পাকা রাস্তা ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
উজান থেকে মেনে আসা বন্যার পানির কারনে পানির নিচে তলিয়ে গেছে কৃষকের বিভিন্ন ফসল, পুকুর, পানবরজ, বাড়িঘর সহ অনেক কিছু। বন্যার কারনে লোকসানের মুখে কৃষক। শত শত বিঘা জমিতে ধানের আবাদ থাকলেও সেটা আর কোন কাজে লাগবেনা। তবে দ্রæত গতিতে ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার পানি প্রবেশ করলেও তা কবে নেমে যাবে এর কোন হিসাব নেই কৃষকের কাছে। দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। লোকজনের মাঝে দেখা দিয়েছে আতংক। বিলে বন্যার পানি প্রবেশ করায় পশু খাদ্য পড়েছে সংকটের মুখে।
রাস্তা ভেঙ্গে যাওয়ার ফলে যোগযোগ বিচ্ছিন্ন হড়ে পড়েছে লোকজনের। দ্রæত রাস্তাটি মেরামত করা না গেলে চরম বিড়ম্বনায় পড়বে লোকজন।
এদিকে রনশিবাড়ি গ্রামের আমির হোসেন, এমদাদ আলী, ইয়ানুছ ও রেজাউল করিম জানায়, রাস্তা ভেঙ্গে তাদের বাড়ি ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। বর্তমানে বাড়ি ঘর ছেড়ে তিন দিন থেকে পরিবার নিয়ে অসহায় অবস্থা দিন কাটাচ্ছেন।
এছাড়াও উপজেলার কাচারী কোয়ালীপাড়া, শ্রীপুর, বড়-বিহানালী, সোনাডাঙ্গা, গনিপুর, গোয়ালকান্দি, বাসুপাড়া, ভবানীগঞ্জ পৌরসভা, তাহেরপুর পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ সকল এলাকার ঘরবাড়ি, পুকুর, ধান, পান, সবজি সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, আমরা শুনেছি বন্যার কারনে রাস্তা ভেঙ্গে গেছে। বর্তমানে ওই সকল স্থানে জরুরী ভাবে সংস্কার এবং চলাচল উপযোগী করে দেয়া হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০