বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ বাগমারা উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের ওয়াশিলা দাড়ার বৈধ লীজ গ্রহিতাকে উচ্ছেদ করে অবৈধ ভাবে দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কাচারীকোয়ালীপাড়া (উত্তরপাড়া) মৎস্যজীবি সমবায় সমিতির নামে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় হতে দু বছরের জন্য লীজ প্রদান করে। লীজ পাওয়ার পর হইতে উক্ত সমিতি ও ওয়াশিলা
দাড়ায় মাছ চাষ করে আসছে। কিন্তু উপজেলার মোহনপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আঃ মজিদ এলাকার প্রভাবশালী ব্যাক্তির সহযোগীতায় উক্ত দাড়ার বদ্দির ব্রীজে পশ্চিম অংশে লোহার গ্রীল দিয়ে নেট তৈরী করে অবৈধ সুতি জাল দিয়ে রেণু পোনা সহ জোর করে বিভিন্ন প্রকারের মাছ শিকার করছে। লীজ গ্রহণ কারী সমিতিকে উচ্ছেদ করে অবৈধ ভাবে মাছ ধরার কারনে দুপক্ষের মধ্যে
চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘষ বেধে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে কাচারীকোয়ালীপাড়া উত্তরপাড়া মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি আঃ সামাদ প্রাং এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা সমিতির নামে দু বছরের জন্য ওয়াশিলা দাড়া লীজ গ্রহণ করেছি। কিন্তু একটি প্রভাবশালী মহল বদ্দির ব্রীজে বাধ সৃষ্টি করে জোর করে মৎস্য শিকার করে চলেছে। এতে সমিতি আর্থিক ভাবে চরম ক্ষতি শিকার হচ্ছে। জরুরী ভাবে অবৈধ দখলদারকে উচ্ছেদের জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০