রাজশাহীর বাগমারা উপজেলার ৬ নং শ্রীপুর ইউনিয়নের মজিদপুরে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের জমি না দেওয়ায় হামলার শিকার হয়েছেন লালন (৩৬) এক কৃষক।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মোজাফফর এর ছেলে মোঃ লালন কে বেপরোয়া ভাবে হাতুরী ,লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে ব্যাপক আঘাত ও জখম করে।
আহত লালন গুরুত অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও স্বপনের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খেতু মন্ডলের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা বাড়ি থেকে বের হলেই তাদের কেউ মারপিট করবে বলে হুমকি ধামকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
অভিযুক্ত আতিকুর হোসেন স্বপন রাজশাহীর বাগমারা উপজেলার ৬নং শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মজিদপুরের নজিবুলের ছেলে। স্বপন দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে কোন প্রকার জমির মালিকদের সাথে কোন ডিড বা আলাপ আলোচনা ছাড়াই জোরপূর্বক অবৈধ ভাবে বিভিন্ন স্থানে অবৈধ ভাবে পুকুর খনন করে আসছে । তার এই শক্তির প্রধান উৎস স্ত্রী পুলিশ কনস্টেবল ।
গত ৪/৫ দিন আগে স্বপনের অবৈধ পুকুর খনন বন্ধে জমির মালিকদের আপত্তি ও অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এবিষয়ে জানতে চাইলে শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা বলেন,স্বপন অবৈধ ভাবে জোরপূর্বক জমির মালিক কে না বলে পুকুর খনন করছিলো। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনায় গেলে উপস্থিত টের পেয়ে সবাই পালিয়ে যায়। আমি লোক মারফত শুনেছি লালন বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে। আমি চেয়ারম্যান হিসেবে এই ঘটনার তৃীব নিন্দা ও প্রতিবাদ জানাই।
এবিষয়ে জানতে চাইলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, কৃষকদের অভিযোগের পেক্ষিতে সরেজমিনে গিয়ে কাউকে না পেয়ে চলে এসেছি।
অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর নজরদারিতে আমরা রেখেছি কোন ভাবেই অবৈধ পুকুর খনন হতে দেওয়া হবে না। মজিদপুরে হামলার ঘটনা শুনেছি বাগমারা থানা কে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০