বাগাতিপাড়া প্রতিনিধি : রাষ্ট্রপতি অনুমোদিত উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্টার, কোষাধ্যক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগসহ চার দফা দাবীতে বিক্ষোভ করেছে নাটোরের বাগাতিপাড়াস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি-বাউয়েট’র শিক্ষার্থীরা। ২০১৯ সালের এপ্রিলে কোর্স সম্পন্ন করতে যাওয়া ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম ব্যাচের সার্টিফিকেটে ইউজিসি অনুমোদিত বৈধ কর্তৃপক্ষের প্রত্যয়ন না থাকার শঙ্কা প্রকাশ করে রোববার সকাল থেকে কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ করে ক্যাম্পাসের ভিতরে। এসময় তারা রাষ্ট্রপতি অনুমোদিত ভিসি ও প্রশাসনের দাবীতে শ্লোগান দেয়।
দাবীগুলো হল-ইউজিসির নির্দেশনা মোতাবেক রাষ্ট্রপতি অনুমোদিত উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্টার, কোষাধ্যক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ করা, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত প্রফেসর নিয়োগ করা, ভর্তি কার্যক্রম, প্রচার ব্যবস্থা, সমৃদ্ধ লাইব্রেরীসহ অনান্য একাডেমিক কার্যক্রমে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ন, ক্লাস পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাধীনতা নিশ্চিত করে প্রয়োজনীয় ফান্ডের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের অযৌক্তিক হয়রানি বন্ধ করা।
বিক্ষোভের বিষয়টি স্বীকার করে বাউয়েটের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল (অব) এ এইচ এম শহীদুল্লাহ মোবাইল ফোনে জানান, একটি অতি উৎসাহী মহল আর্মি ইউনিভার্সিটির শৃঙ্খলা ভাঙ্গার চেষ্টা করছে। আর্মি ইউনিভার্সিটির উপাচার্য সিভিল ইউনিভার্সিটির হন না, আর্মি ডিসিপ্লিনের হয়। ইউজিসিও বিষয়টি অবহিত। কিছু শিক্ষার্থী বিষয়টি না জেনেই বিক্ষোভ করছে। তবে প্রশাসনিক কার্যক্রম ও পরীক্ষা ঠিকমতই চলছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিশৃঙ্খলা সৃষ্টির সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০